স্মিথ আইটি উদ্যোগে সম্পন্ন হয়েছে দিনব্যাপী “ডিজিটাল প্ল্যাটফর্মে নারীদের পদচারণা ” শীর্ষক সেমিনার। সেমিনারের প্রতিপাদ্য বিষয় ছিল ডিজিটাল বাংলাদেশে নারীরা শুধু উদ্যোক্তা নয় ,হয়ে উঠবে ডিজিটাল নারী উদ্যোক্তা। সোমবার বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। সেমিনার সার্বিক সহযোগিতা করে মহিলা বিষয়ক অধিদপ্তর,সিলেট। সেমিনার ২৮ জন নারী উদ্যোক্তা অংশ নেন।
নগরীর জেল রোড অবস্থিত মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে হলরুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেটে দিন দিন নারী উদ্যোক্তার সংখ্যা বাড়ছে। করোনাকালে নারী উদ্যোক্তারা বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন। কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে করোনাকালে নারী উদ্যোক্তারা ঘরে বসে বেশ আয় করেছেন।
বক্তারা বলেন, সরকার নারীর ক্ষমতায়নে কাজ করছে। ফলে দেশের এখন সকল সেক্টরে নারী কর্মকর্তাদের অংশগ্রহণ বেড়েছে। ব্যবসা-বাণিজ্যেও পিছিয়ে নেই নারীরা। উদ্যোক্তা হিসেবে তারা সফলতা দেখাচ্ছে। সরকারও তাদেরকে নানাভাবে পৃষ্ঠপোষকতা করছে। তাই নারীরা এখন স্বাবলম্বী হচ্ছেন।
স্মিথ আইটি প্রধান নির্বাহী কর্মকর্তা সজীব চৌধুরীর সভাপতিত্বে সেমিনার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর,সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ,উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়, সমকাল সিলেটের ব্যুরো প্রধান চয়ন চৌধুরী
এছাড়াও উপস্থিত ছিলেন, স্মিথ আইটির প্রধান পরিচালন কর্মকর্তা প্রহর দাস,চিফ ক্রিয়েটিভ শচিন সিনহা, তাসলিমা খানম,জুনিয়র ক্রিয়েটিভ বিবেকানন্দ দেবনাথ প্রমুক ।