সিলেট সদর উপজেলার খাদিম পাড়া ইউনিয়নের বিএডিসি বহর মহল্লাস্থ আছমা বেগমের ঝুপড়ী ঘরটি আবারো এ বারের প্রবল বৃষ্টিপাতের ফলে ভেঙ্গে গেছে। এখন তিনি আশ্রয়হীন অবস্থায় বিভিন্ন স্বজনের বাসা-বাড়িতে দিনযাপন করছেন।
গত ২৮ জুন সরেজমিনে গিয়ে আছমার ভেঙ্গে যাওয়া ঝুপড়ী ঘরটি দেখতে পাওয়া যায়। হত দরিদ্র বিধবা আছমা বেগমের কোন ছেলে সন্তান নেই। ৩ কন্যা সন্তানের মধ্যে দুজনের বিবাহ হয়েছে। ছোট মেয়েটি এতিমখানায় পড়ালেখা করছে। তার ঘরটি তৃতীয় বারের মত ভেঙ্গে গেছে।
আছমা বেগমের ঘরের পাশে ২০/২৫ ফুট উচ্চতার একটি টিলা রয়েছে। প্রবল বৃষ্টিপাতের সময় টিলা ধ্বসে পড়ে তার বাঁশ-টিনের ঘরটি বার বার ভেঙ্গে যায়। পাকা ঘর নির্মাণ করতে প্রায় দুই লক্ষ টাকার প্রয়োজন। যা বিধবা আছমার পক্ষে জোগাড় করা সম্ভব নয়।
তিনি দেশী-বিদেশী বিত্তবান দানশীলদের নিকট তার ঘরটি নির্মাণ করে দেয়ার জন্য সাহায্য প্রার্থনা করেছেন।