বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি সিলেট যুব কমান্ড এর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ এর সম্মানে সংবর্ধনা, সুবিধা বঞ্চিত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ১৭ ডিসেম্বর শুক্রবার সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড কাউন্সিলরের অফিসের পাশে সৌরভ খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি সিলেট যুব কমান্ডের সভাপতি ইঞ্জিনিয়ার মরিয়ম পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমেদ শিপলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এডভোকেট আলাউদ্দিন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নাঈম আহমদ।
মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি সিলেট যুব কমান্ডে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছাদিকুর রহমান হৃদয় ও যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল রেশমার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন মহানগর আওয়ামলীগের সহ সভাপতি জগদীশ চন্দ দাস ও ১১নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম ঝলক।
সার্বিক সহযোগিতা করেছেন মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি সিলেট যুব কমান্ডে যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন হোসেন, অর্থ সম্পাদক সায়েম সাদিক, প্রচার সম্পাদক জামাল তরপদার, তথ্য ও যোগাযোগ সম্পাদক জান্নাতুল ফেরদাউস তৃষ্ণা, সিলেট বিভাগীয় কমিটির নির্বাহী সদস্য নাছিমা বেগম।