সিলেট নগরীর দক্ষিণ সুরমার ২৭নং ওয়ার্ডে অবস্থিত শত বছরের প্রাচীন খেলার মাঠ রক্ষার দাবীতে নাগরিক কমিটির উদ্যোগে প্রতিবাদী গণজমায়েত ২৭ এপ্রিল বুধবার দুপুরে মাঠের সামনে অনুষ্ঠিত হয়।
গণজমায়েতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নাগরিক কমিটির নেতৃবন্দে মধ্যে আব্দুল জলিল ময়না মিয়া, মোঃ আব্দুল মালেক, মোঃ ছয়েফ খান, শামীম কবীর, আব্দুল আহাদ, সালাউদ্দিন আহমদ মাছুম, সবুজ কুমার বিশ্বাস, শেখ মোঃ আমিন, নাজমুল আলম রাজন, খালেদ আহমদ, সানি আহমদ, দীপঙ্কর টিপু পাল, কামিল আহমদ, জাকির আহমদ, আলী আহমদ, জাহিদ আহমদ, আশরাফ আহমদ, রায়হান আহমদ, আশরাফ চৌধুরী, এমাদ আহমদ, সজীব আহমদ, ইবান আহমদ, দীপু আহমদ, সোহান চৌধুরী, লিপন আহমদ, মবিন চৌধুরী সহ নাগরিক কমিটির কর্মীবৃন্দ।
গণজমায়েতে বক্তারা বলেন,শত বছর যাবৎ প্রাচীন এই খেলার মাঠে অত্র এলাকার ক্রীড়া অনুরাগীরা খেলাধুলা করেছেন।
বর্তমান প্রজন্মরাও এই মাঠে খেলাধুলা করছেন। তাই এলাকার শিশু-কিশোরদের খেলাধুলার কারার সুবিধার্থে অবিলম্বে খেলার মাঠটি খেলাধুলার জন্য বরাদ্দ দিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি দাবী জানান।
বক্তারা সিলেট-১ আসনের সংসদ সদস্য, পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে.এম আব্দুল মোমেন এর দৃষ্টি আকর্ষণ করেন।
বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, মাঠটি খেলার জন্য বরাদ্দ না দিলে শিশুদের নানাবিধ অপরাধ প্রবণতা থেকে রক্ষায় শিশু-কিশোরদের খেলার মাঠ বাস্তবায়নে ঈদের পরে কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন।
উল্লেখ্য,সম্প্রতি খেলার মাঠটি খেলাধুলার কাজে ব্যবহারের জন্য সিলেটের জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
Discussion about this post