বিশেষ প্রতিনিধি,সীতাকুন্ড চট্টগ্রামঃসীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন নেতৃবৃন্দ আইন শৃংখলা বিষয় সহ বিভিন্ন বিষয় নিয়ে পৃথক পৃথক মত বিনিময় করেছে সীতাকুণ্ড উপজেলা অফিসার মিলটন রায়,অতিরিক্ত পুলিশ সুপার চম্পা রাণী সাহা (পিপিএম), উপজেলা মডেল থানা ওসি দেলওয়ার হোসেন এর সাথে।
মতবিনিমিয় সভায় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড অনলাইন জার্নলিষ্ট এসোসিয়েশনের সভাপতি সীতাকুণ্ড নিউজ টুয়েন্টিফোর এর সম্পাদক , সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি, সাধারণ সম্পাদক সীতাকুণ্ড টাইমস এর সম্পাদক ,নির্বাহী সদস্য দৈনিক আজাদী প্রতিনিধি লিটন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক যায়যায়দিন প্রতিনিধি সবুজ শর্মা শাকিল, সাংবাদিক ইব্রাহিম খলিল, সিপ্লাস টিভি প্রতিনিধি কামরুল ইসলাম দুলু, দৈনিক সাংগু প্রতিনিধি নাছির উদ্দিন শিবলু, এসএন টিভির বাবলা মিয়া,সীতাকুণ্ড নিউজ২৪ এর দিদারুল আলম, সিটিজিপোস্ট এর মহোররম আলী, বিবিসিনিউজ২৪ এর কামরুল উদ্দিন।
মতবিনিময় সভায় সীতাকুণ্ড মডেল থানার ওসি দেলওয়ার হোসেন সম্প্রতি সীতাকুণ্ডে ডাকাতি বিষয়ে বলেন আমরা ডাকাতদলকে ধরার অভিযান অব্যাহত রেখেছি। ইতিমধ্যে ৪ ডাকাতকে বিপুল পরিমান অস্ত্রসহ আটক করেছি। বিভিন্ন সোর্স লাগিয়ে ডাকাত চক্রকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। সীতাকুণ্ড এএসপি সার্কেল চম্পা রানী সাহা জানান আমি সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছি। মানুষ থানা মুখী করে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পারিবারিক ও সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে আমি সহায়তাও দিয়ে যাচ্ছি। মতবিনিময় শেষে এসোসিয়েশন এর পক্ষ থেকে সকলকে ২০১৯ সালের ক্যালেন্ডার প্রদান করা হয়।তারিখ ৯/৩/২০১৯ ইং