সম্পাদকীয়ঃ১৬ ডিসেম্বর পাকিস্তানি দখলদার বাহিনী আত্মসমর্পণ করল।যুদ্ধে জড়িয়ে পড়ার কারণগুলো মোটাদাগে বলা যায় জাতিগত বৈষম্যের অবসান, গণতন্ত্র আর ভালোভাবে খেতে-পরতে পারা। ওই সময় আমজনতার এর চেয়ে আর বেশি কিছু চাওয়ার ছিল না।
মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ শক্তির মুখোমুখি অবস্থান এখনকার মতো ছিল না। মুক্তিযোদ্ধারাই পথঘাট দাপিয়ে বেড়াতেন। রাজাকাররা পালিয়ে গিয়েছিল। সুবিধাবাদী অমুক্তিযোদ্ধারা লজ্জায় মুখ লুকিয়েছিল। যখন মুক্তিযোদ্ধারা ভাগ ভাগ হয়ে গেলেন। এই সুযোগে দেশে সুবিধাবাদী আর লুটপাটকারীদের একটা আঁতাত তৈরি হয়ে গেল। এমনটি তো কেউ চাইনি।