শারমিন আক্তার,ফেনী প্রতিনিধিঃ- সোনাগাজীর চরদরবেশ ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত নাট্যকার সেলিম আলদীন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন ১৫ মার্চ শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিক ভাবে উক্ত টুর্নামেন্টের উদ্ভোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল পারভেজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাট্যকার সেলিম আলদীনের ভাই বোরহান উদ্দিন, সমাজ সেবক সেলিম রেজা, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাইন উদ্দিন লিটন, সাপ্তাহিক কালের কন্ঠ পিত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, ফেনী বার্তার সাংবাদিক এমরান পাটোয়ারী প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভূট্টো চেয়ারম্যান। উদ্ভোধনী আসরে অংশ নেয় ৩নং ওয়ার্ড দল বনাম ১নং ওয়ার্ড দল।