৭১ বাংলাদেশ প্রতিবেদকঃসোহেল কোনো ধরনের চাঁদাবাজির সাথে যুক্ত নয় বলে দাবি করেছেন তার ভাই মো. শিশির। বুধবার (৮ জানুয়ারি) বিকেল চারটায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে লিখিত বক্তব্যে এ দাবি করেন তিনি। এ সময় লিখিত বক্তব্যে শিশির বলেন, দয়া করে আমার ভাইকে চাঁদাবাজ লিখবেন না। তিনি কোনো চাঁদাবাজি করেননি। তিনি যদি চাঁদাবাজ হতেন, সন্ত্রাসী হতেন তাহলে তার নামে মামলা ও জিডি থাকতো। আপনারা খোঁজ নেন, সোহেল ভাইয়ের নামে কোনো থানায় মামলা বা জিডি কোনটাই নেই। তাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে। এর প্রমাণ তার শরীরে ২৬টি ছুরিকাঘাতের চিহৃ। তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে শিশির আরো বলেন, সম্প্রতি স্থানীয় এক কাউন্সিলরের অনৈতিক ব্যবসার আখড়া ভেঙ্গে দেন সোহেল। সেই নেতা আগে জামায়াত ইসলামীর রাজনীতিতে যুক্ত খাকলেও বর্তমানে জাতীয় পার্টির রাজনীতির সাথে যুক্ত। সেই নেতার আখড়া ভেঙ্গে দেয়ার তার প্রতি ক্ষোভ ছিল। সেই ক্ষোভ থেকে এ হত্যাকান্ড। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত সোহেলের স্ত্রী নিগার সোলতানা, তার বারো মাসের শিশু সন্তান, তিন বছর বয়সী ছেলে ফায়েজ তাজোয়ার মাসরিক, বাবা আব্দুল বারি, মা ফিরোজা বেগম, বোন রাজিয়া সুলতানা, একাত্তরের ঘাতক দালার নির্মূল কমিটির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক শওকত বাঙালি প্রমুখ।