এস এম মনিরুজ্জামান,বাগেরহাটঃখুলনার রূপসা সেতু বাইপাস সড়কে একটি প্রাইভেটকারের সঙ্গে
ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছাত্র ও যুবলীগের পাঁচ নেতা নিহত হয়েছেন। নিহতরা গোপালগঞ্জ জেলার ছাত্র ও যুবলীগের সাথে জড়িত।
১০ ফেব্রয়ারী রাত পৌনে ১১ টার দিকে খেজুর বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পাঁচজন হলেন গোপালগঞ্জ
শহরের সবুজবাগের অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ মিয়ার ছেলে ও গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান
বাবু, একই এলাকার মৃত আলাউদ্দিন
শিকদারের ছেলে ও গোপালগঞ্জ সদর যুবলীগের সহ-সভাপতি সাদিকুল আলম, থানাপাড়ার গাজী মিজানুর রহমানের ছেলে ও জেলা ছাত্রলীগের উপ-সম্পাদক ওয়ালিদ মাহমুদ উৎসব, গেটপাড়া এলাকার আলমগীর হোসেন মোল্লার ছেলে ও
জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সাজু
আহমেদ এবং চাদমারী এলাকার ওয়াহিদ গাজীর ছেলে ও জেলা ছাত্রলীগের সদস্য অনিমুল ইসলাম গাজী। এদের মধ্যে সাদিকুল গাড়ি চালাচ্ছিলেন। এ ব্যাপারে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ওই প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ৩৫-০০২৫) মহানগরের জিরো পয়েন্ট এলাকা থেকে যাচ্ছিল, রূপসা সেতু থেকে আসছিল সিমেন্টবোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো ট ১৮-২৫৮৪)। দু’টি গাড়ি যখন খাজুর বাগান অতিক্রম করছিল, তখন মানসিক ভারসাম্যহীন এক ভবঘুরে ট্রাকের সামনে এসে পড়লে তাকে বাঁচাতে গিয়ে সেটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে প্রাইভেটকারের ভেতরে থাকা পাঁচ ছাত্র-যুবলীগ নেতাই প্রাণ হারান। ট্রাকটি জব্দ করা হলেও চালকসহ অন্যরা পালিয়ে যায়।
রোববার খুলনায় পাঁচজনে বেড়াতেই গিয়েছিল বলে জানা যায়।
Discussion about this post