জনতার কলামঃহুজুর কেবলা আওলাদে রাসূল আল্লামা সৈয়্যদ মোহাম্মদ তাহের শাহ (মাঃজিঃআঃ) কে হাটহাজারী পার্বতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এই মুহূর্তে হুজুর কেবলার ছদারত খুব জরুরী।
কারণ হাটহাজারী উপজেলার বেশি ভাগ মানুষের ঈমান -আক্বিদা নষ্ট করে ফেলতে ওহাবী-খারেজীরা।
হাটহাজারী অসহায় মানুষ গুলোর ঈমান -আক্বিদা গুলো ঠিক রাখতে। হাটহাজারীর মানুষ গুলোর কে সত্যর পক্ষে আহবান করে বাতিলের হাত থেকে রক্ষা করতে আমার প্রাণের ও মুর্শিদে করীম আওলাদে রাসূল আল্লামা সৈয়্যদ মোহাম্মদ তাহের শাহ (মাঃজিঃআঃ) কে হাটহাজারী পার্বতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ময়দানে হুজুর কেবলার ছদারতে একটি প্রোগ্রাম দেওয়া অতি জরুরী ও গুরুত্বপূর্ণ।
হাটহাজারীর অনেক মানুষের ইচ্ছা আছে আমার মুর্শিদে করীমের হাতে বায়াত গ্রহণ করবে।কিন্তু দুঃখের বিষয় হুজুর কেবলা কে কাছে পাচ্ছে না।যারা বায়াত গ্রহণ করার নিয়ত করেছে তাদের মধ্যে হয়তো অনেকে বেশি হাঁটতে পারে না,অনেকে আবার অসুস্থ, তার কারণে জামেয়ার ময়দানে গেয়ে বায়াত গ্রহণ করা তাদের পক্ষে সম্ভব নই।আবার হাটহাজারী মধ্যে এমন কিছু মানুষ আছে যারা সুন্নীয়ত সম্পর্কে, বিশেষ করে আওলাদে রাসূলের সম্পর্কে তেমন কিছু জানেনা।আবার অনেকে আমার মুর্শিদে করীম কে ভাল ভাবে চিনে না,জানেনা।
তাই আঞ্জুমানে রহমানিয়া সুন্নীয়া ট্রাষ্ট এর নেতৃবৃন্দর কাছে একটাই অনুরোধ থাকবে আপনারা হাটহাজারীর সুন্নী জনতা কে একটা প্রোগ্রাম দিয়ে জাগিয়ে তুলোন।মনে রাখবেন এখনো সময় আছে,সময় থাকতে সুযোগ কাজে লাগান,এই সুযোগে ঈমান -আক্বিদা বিক্রি হওয়ার আগে হাজার হাজার মানুষ বাতিলের হুংকার থেকে নিজের ঈমান আক্বিদা রক্ষা করে নিজেকে হেফাজত রাখবে হাটহাজারীর শান্তি প্রিয় জন-সাধারণ হুজুর কেবলার হাতে বায়াত গ্রহণ করে।