জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেশ স্বাধীন করার ঘোষণা দিলেন বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম শফি তখন তিনি এসএসসি পরীক্ষার্থী ছিলেন,পড়ালেখা ছেড়ে দিয়ে,জীবনের মায়া ত্যাগ করে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন ।
সরকারের দৃষ্টি আকর্ষণ করে মুক্তিযোদ্ধা শফি বলেন ধনী-গরীব শিক্ষিত-অশিক্ষিত এই বৈষম্য দূর করতে পারলে দেশ আরো উন্নয়নের দিকে ধাবিত হবে ।
মুক্তিযোদ্ধা শফি বলেন অদৃশ্য কালো হাতের ষড়যন্ত্রকারীদের শিকার হয়েছেন তিনি ।
এবং তিনি আরো বলেন নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতা পেয়েছিলেন কিন্তু হঠাৎ ২০১৯ সালে তার ভাতা বন্ধ হয়ে যায় । তবে কি কারণে ভাতা বন্ধ হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রীর নিকট জানতে চেয়েছেন ।
২০১৫ ইং থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলা নগর ঢাকাতে ,চিকিৎসা নেওয়া অব্যাহত রয়েছে , চট্টগ্রাম মুরাদপুর ,বিবিরহাট ,কাঁচা বাজার ২ নং গলি জাহান ম্যানশনের তৃতীয় তলা বসবাস করে আসছেন, পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে দিনযাপন করছেন বলে জানান তিনি ।
Discussion about this post