৭১ বাংলাদেশ প্রতিনিধিঃবাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ।
মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহার প্রথম দিন উদযাপিত হবে আগামী ১১ (রোববার) আগস্ট। হজ অনুষ্ঠিত হবে আগামী ১০ আগস্ট।
এদিকে ১২ আগস্ট ঈদ হওয়ায় টানা ৯ দিনের ছুটি মিলবে চাকরিজীবীদের।
সরকারি চাকরিজীবীরা ১১, ১২ ও ১৩ আগস্ট ছুটি পাবেন। আগের দুদিন ৯ ও ১০ আগস্ট নিয়মিত সাপ্তাহিক ছুটি। ঈদের ছুটির পর ১৪ আগস্ট অফিস খোলা। এর পরের দিন ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি। শোক দিবসের ছুটির পর ১৬ ও ১৭ (শুক্র ও শনিবার) দু’দিন আবারও নিয়মিত সাপ্তাহিক ছুটি।
ফলে ৯ দিনের ছুটি কাটাতে সরকারি কর্মজীবীদের শুধু ১৪ আগস্ট একদিন ছুটি নিতে পারলেই হবে। তবে দেশে ডেঙ্গুর ভয়াবহতার কারণে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারিদের ছুটি বাতিল করা হয়েছে।