জনতার কলাম-লেখক আবু তাহেরঃমোবাইল ফোনের কারণে আবেগ ও ভালোবাসার বশবর্তি হয়ে অল্প বয়সের ছেলেমেয়েরা ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে।
গত একমাসে এরকম কয়েক টি ঘটনা চট্রগ্রাম ২৮ নং ওয়ার্ড এলাকায় ঘটেছে। কিছু মেয়ের বয়স আনুমানিক ১৩ হইতে ১৪ বছরের মতো এবং কিছু ছেলের আনুমানিক বয়স ১৮ হইতে ২০ এর মতো ।
দেশের আইন অনুযায়ি আমরা একটা বিয়েও সম্পন্ন করতে পারিনি কারণ ছেলে ও মেয়ে উভয়ে নাবালক।
কিছু সংখ্যক অল্প বয়সী ছেলেমেয়েরা স্মার্টফোন অপব্যবহার করার কারণে উক্ত ঘটনাগুলো ঘটে চলেছে।কিছু অভিভাবক তাদের ছেলে ও মেয়ে ঘর ছেড়ে পালিয়ে যাওয়ার পর থানায় গিয়ে অপহরণের মামলা দায়ের করে থাকেন এবং তাদের সন্তানকে পাওয়া যাচ্ছে না বলে সাধারণ ডায়েরি ও করে থাকেন।
পরে পুলিশের তদন্তে দেখা যায় যে ছেলে ও মেয়ে উভয়ে স্বইচ্ছায় পালিয়ে গেছে। আমাদের দেশে ১৩ শত লোকের জন্য একজন পুলিশ।তবে সবার ঘরে ঘরে গিয়ে পুলিশ পাহারা দেওয়া সম্ভব নাকি?
অযথা প্রশাসন ও সমাজব্যবস্থার দোষ দিয়ে লাভ কি ?যতদিন পর্যন্ত অভিভাবকরা সচেতন না হবেন ততদিন পর্যন্ত এরকম ঘটনা ঘটতে পারে।
তাই এখনো সময় আছে অভিভাবকগণ সচেতন হোন। প্রিয় অভিভাবকগণ আপনারা যদি সচেতন না হোন আগামীতে হয়তো ভয়াবহ পরিস্থিতির শিকার হতে পারেন।
Discussion about this post