বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রাম নগরীর হালিশহর বড়পুলে ১৬ কোটি টাকা মূল্যের এক কেজি ওজনের কোকেইন সহ মো. আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছেন র্যাব ৭-এর টহল দল।
সোমবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে কোকেইনসহ আনোয়ারকে হাতেনাতে ধরা হয়।
সূত্র জানায় মো. আনোয়ার হোসেন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার মো. কামাল হোসেনের পুত্র। চট্টগ্রামে আকবরশাহ থানার বিশ্ব কলোনির ‘সি’ ব্লকে তাহার বসবাস।
হালিশহর থানার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ১৬ কোটি টাকা মূল্যের ১ কেজি ওজনের একটি কোকেইন বড়পুল এলাকার একজনের কাছে বিক্রির উদ্দেশ্য হস্তান্তর করতে আসবে।
বিষয়টি জানতে পেরে ছদ্মবেশে বড়পুল এলাকায় অবস্থান করতে থাকি এবং দুপুর আড়াইটার দিকে তাকে কোকেইনসহ হাতেনাতে ধরতে সক্ষম হয়।
আসামিকে বর্তমানে থানায় রাখা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে ।