৭১ বাংলাদেশ ডেস্কঃকরোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১৬ মে পর্যন্ত সরকার ঘোষিত সাধারণ ছুটি সাথে মিল রেখে সুপ্রিম কোর্টসহ সকল অধঃস্তন আদালত সমূহেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছেন। ছুটিকালীন সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগসহ সকল অধঃস্তন আদালত সমূহেও সকল কর্মকর্তা ও কর্মচারীদেরকে নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করতে নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে সরকারি আদেশের সঙ্গে মিল রেখে আদালত অঙ্গণও বন্ধ রয়েছে। কেবল জরুরি প্রয়োজনে প্রত্যেক জেলায় একটি করে ম্যাজিস্ট্রেট কোর্ট খোলা রয়েছে ।