চট্টগ্রাম নগরীর ২৮ নম্বর পাঠানটুলী এলাকায় ডেঙ্গু মশক নিধন কার্যক্রম চালিয়েছে চসিক। শুক্রবার (৯ আগস্ট) সারাদিন এলাকা জুড়ে মশক নিধনের ওষুধ ছিটিয়েছে চসিকের সেবকরা। মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদের । এ সময় বক্তব্যে রাখেন ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম রাজু, মোহাম্মদ দিদু। চসিকের বরাত দিয়ে কাউন্সিলর আব্দুল কাদের বলেন, ডেঙ্গু মশা নিধনের কার্যক্রম চলমান থাকবে। মশা নিধন ঔষধ এলাকা জুড়ে ছিটানো হবে। এ ব্যাপারে তিনি জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, ডেঙ্গু মশা এখন নয়, ইতোপূর্বেও ডেঙ্গুর প্রকোপ ছিল। এটি কোন ছোঁয়াচে রোগ নয়। স্থানীয়দের মধ্যে কেউ ডেঙ্গু আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে ডাক্তারের পরামর্শ নিন।