নওগাঁ প্রতিনিধি:নওগাঁয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৪০ বোতল ফেনসিডিলসহ ২কুখ্যাত মাদক ব্যবসায়ীকে জনকে আটক করা হয়েছে।
বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর পোরশা উপজেলার জালুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ মো.মাসুদ রানা (২৪) ও মো. মোমিনুল ইসলাম ( ৪৫ ) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলহাজতে পেরণ করা হয়েছে। এবিষয়ে নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ,কে,এম দিদারুল আলম বলেন, নওগাঁর সুযোগ্য জেলা প্রশাসক মো.হারুন আর রশীদ এর সার্বিক নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যহত থাকবে।
সমাজ থেকে মাদক নিমূলে প্রয়োজন সকলের সার্বিক সহযোগিতা। তাহলেই মাদক মুক্ত সমাজ গড়া সম্ভব। এর আগে চলতি সপ্তাহে নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে নওগাঁ সদরের শাহাপুর থেকে ৩গ্রাম হিরোইন, হাঁপানিয়া থেকে ৭৪লিটার ডিনেচার্ট স্পিট, বদলগাছী থেকে ১৭০গ্রাম গাঁজা, নিয়ামতপুর থেকে ২লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা। এসব অভিযানে ১৩ জনকে আটক, ১০টি মামলা এবং ২৬টি অভিযান পরিচালনা করা হয়।