৭১ বাংলাদেশ ডেস্কঃক্রেতা সেজে ৫ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জিয়াউল হককে (৩৫) আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
রোববার (২২ এপ্রিল) বেলা ১টার দিকে নগরের চান্দগাঁও থানার বিএফআইডিসি’র সামনে থেকে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (মেট্রো) শামীম আহমেদ বলেন, ফেয়ার অ্যান্ড লাভলীর দুটি প্যাকেট ও মোবাইলের একটি প্যাকেটে ভরে ইয়াবাগুলো বিক্রি করতে যাচ্ছিল জিয়াউল। আমাদের টিমের সদস্যরা ক্রেতা সেজে তার কাছ থেকে ইয়াবাগুলো জব্দ করে। এ সময় তাকে আটক করা হয়।
জিয়াউলের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান শামীম আহমেদ।
Discussion about this post