আজমিরা সাতক্ষীরা ( কালিগঞ্জ) প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাকে অখন্ড সংসদীয় আসন হিসাবে বহাল রাখার দাবীতে রবিবার সকাল ৯ ঘটিকায় কালিগঞ্জ – শ্যামনগর সড়কে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন দু ভাগে ভাগ করে সাতক্ষীরা- ৪ আসনে ৮টি ও সাতক্ষীরা -৩ আসনে ৪টি ইউনিয়ন নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।উন্নয়নের বৈষম্যের পাশাপাশি সৃষ্টি হয় প্রশাসনিক জটিলতা। সম্প্রতি নির্বাচন কমিশন ঘোষিত নতুন সীমানা বিন্যাস নিয়ে খসড়া গেজেটে কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের সাথে সংযুক্ত করে সাতক্ষীরা -৪ আসন ঘোষনা করা হয়েছে। নির্বাচন কমিশনের সিন্ধান্তের প্রেক্ষিতে দীর্ঘ ১০বছর পর কালিগঞ্জবাসীর আশা পূর্ণ হয়েছে। সর্বদলীয় সংগ্রাম পরিষদের উদ্যোগে মানববন্ধনে উপজেলা পরিষদের চেয়ারম্যান, আওয়ামীলীগের সভাপতি শেখ ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালিগঞ্জ ইউনিটের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম। যুগ্ন আহবায়ক উপজেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক আব্দুল খালেক।উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি মাহবুবুর রহমান। সাম্যবাদী দলের বিভাগীয় তরিকুল ইসলাম।কালিগঞ্জ কলেজের অধ্যক্ষ জি এম রফিকুল ইসলাম। মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু।কালিগঞ্জ পাইলট মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম ওয়াজেদ আলী।বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজউদ্দীন। কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কে এম মোসাররফ হোসেন। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়া্যমীলীগ সহযোগী অঙ্গ সংগঠন। অন্যান্য রাজনৈতিক দল।সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক -শিক্ষার্থীবৃন্দ, সর্বস্তরের জনসাধারণ। মানববন্ধন শেষে দলীয় সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দিন হাসানের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্নারকলিপি প্রদান করেন।