নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়নে উওর লেলাংগারা নন্দামাঝির পাড়া আগুন লেগে ৭টি বসত ঘর পুড়ে যায়। এতে অন্তত আনুমানিক কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারনা করা হয়। বুধবার (১২ ডিসেম্বর) ভোর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। স্হানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম বাচ্চু জানান, রাত পৌনে একটার দিকে নন্দামাঝির পাড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এলাকাবাসী সহ রাউজান ফায়ার স্টেশনের গাড়ি এসে ৩/৪ ঘন্টা চেষ্টার পর ভোর ৫ টায় আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে ৭ জন মালিকের সাতটি কাঁচা ঘর ও গোয়ালঘর পুড়ে যায় মারা যায় ৪টি গরু। এদিকে অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথে স্হানীয় এমপি এবিএম ফজলে করিম চৌধুরী নির্দেশে শুকনা খাবার, শাড়ী, লুঙ্গী, কম্বল, চাউলসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন বিনাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুকুমার বড়ুয়া, রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, ইউপি সদস্য কামরুল ইসলাম বাচ্চু, রাসু আকতার, পল্টন কান্তি দেব, মোঃ সরওয়ার উদ্দিন, মোহাম্মদ তাসিম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু কাউছার পন্নী, মোহাম্মদ ওসমান,মোহাম্মদ আরমান,ফারহান ইমন,,মোহাম্মদ আকিব।