এস এম মনিরুজ্জামান,বাগেরহাট:বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘরের ইউনিয়নের ফলতিতা এলাকায় একটি বসতঘরে অগ্নিকান্ডের ঘটনায় ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ফলতিতা গ্রামের মৃত শান্তি বসুর পুত্র সমর বসুর বসতঘরে আকস্মিক এক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে ঘরের সবখানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা টের পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভাতে চেষ্টা করে ততক্ষনে ঘরের সকল মালামাল ও জিনিসপত্র পুড়ে ভুস্মভূত হয়ে ছাই হয়ে যায়। এতে আনুমাণিক ৫লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার জানান। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দিনমজুর সমর বসুর পরিবার দিশেহারা হয়ে পড়েছে। খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান এ্যাডঃ গোলদার সহ বিভিন্ন ইউপি সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারকে শান্তনা এবং সহযোগীতার আশ্বাস দেন।