জি,এম,আব্দুল মজিদ সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃ সুন্দরবনের পশ্চিম বনবিভাগ সাতক্ষীরা রেজ্ঞের অভয়ারণ্য এলাকায় অনুপ্রবেশের দায়ে জাল সহ নৌকা আটক করছে বুড়িগোয়ালিনি স্টেশন কর্মকর্তা। দুপুর ১২ টার দিকে কে এম কবির হোসেনের নেতৃত্বে বন অফিসের সদস্যরা।নৌকা জব্দ করার সময় মালামাল ফেলে জেলেরা দ্রত সুন্দরবনের ভিতরে সরে পড়ে।কবির হোসেন জানান,সুন্দরবন নিরাপওা টহল দেওয়ার সময় কলাগাছিয়া নদী থেকে নৌকা সহ জাল জব্দ করা হয়। জানাগেছে বন আইনে মামলা হয়েছে। অপর এক অভিযানে সুন্দরবন স্মার্ট টিমের সদস্যরা বেলা ১১ টার দিকে আড়পাঙগাশিয়া নদী থেকে অতিরিক্ত মধু আহরণের দায়ে ২হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করে।স্মার্ট পেট্রোল টিমের লিডার বেলাল হোসেন জানান সরকারী বিধান মতে ৭ জন মৌয়াল ১৪ দিনে সর্বোচ্চ ৩৫০ কেজি মধু আহরণ করতে পারবে।কিন্ত মৌয়ালরা বেআইনী ভাবে ৫৫০ কেজি মধু আহরণের দায়ে অতিরিক্ত ২৫০ কেজি মধু আহরণের জন্য জরিমানা করা হয়।