৭১বাংলাদেশ প্রতিবেদক ঃ চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও ডিজিটাল বাংলাদেশ নির্মাণে অনলাইন গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের সভাপতি ড. ফয়সাল কামাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য এম.এ. রহিম, বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক মো. আবছারুল হক ও চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ মো. নুরুল কবির।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন- লেখক ও মুক্তিযোদ্ধা আ ফ ম মোদাচ্ছের আলী, বাংলাদেশ কাজী সমিতির চট্টগ্রাম বিভাগীয় সভাপতি রোটারিয়ান আলহাজ্ব কাজী ইউসুফ আলী চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শোয়াইব উদ্দিন হায়দার, পটিয়া উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট বেলাল উদ্দিন, শাদের গাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আজাদ, যুবলীগ নেতা মো: নুরুল আলম, সিটিজি পোস্টের সম্পাদক স.ম জিয়াউর রহমান, ফোকাস বাংলার সম্পাদক হামিদুর রহমান।
বক্তব্য রাখেন- চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সহ-সভাপতি যথাক্রমে- সাইদুল হাসান মিঠু ও রেজাউল করিম, যুগ্ম সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল, সহ-সম্পাদক ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক রাজিব রাহুল, সাংগঠনিক সম্পাদক সবুজ অরন্য, দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম, মহিউদ্দিন ওসমানী সস্যার, লোহাগাড়া অনলাইন প্রেস ক্লাবের অধ্যক্ষ এম. সোলায়মান কাশেমী, সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবের সহ-সভাপতি ইলিয়াছ সুমন, রাঙ্গুনীয়া অনলাইন প্রেস ক্লাবের আরিফুল হাসনাত, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের রাজীব চক্রবর্ত্তী, হাটহাজারী অনলাইন প্রেস ক্লাবের খোরশেদ আলম, মিরসরাই অনলাইন প্রেস ক্লাবের এস.এম জাকারিয়া, অনলাইন সাংবাদিক ফিরোজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনলাইন প্রেস ক্লাবের ওসমান গণি, আনোয়ারা অনলাইন প্রেস ক্লাবের ইমরান ইমি, অনলাইন এ্যাক্টিভিজ জাহেদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও সভার সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। ফটিকছড়ি অনলাইন প্রেস ক্লাবের সভাপতি কাউছার সিকদারের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় সঞ্চালক ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক এ.বি.এম মুজাহিদুল ইসলাম বাতেন।বিশেষ অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি তথ্য প্রযুক্তিবিদ ড. ফয়সাল কামাল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অভ্যস্ত অনলাইন পোর্টালগুলোকে সরকারি নিবন্ধন প্রদানে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য এম.এ রহিম অনলাইন সাংবাদিকদের সামাজিক স্বীকৃতির পাশাপাশি সরকারি সুযোগ-সুবিধা প্রদানের দাবি জানান।সভার দ্বিতীয় পর্বে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের পৃষ্ঠপোষক ও আজীবন সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা স্মারকপ্রাপ্ত পৃষ্ঠপোষক ও আজীবন সদস্যগণ হলেন- ড. ফয়সাল কামাল, আবু ইউসুফ রিপন, সৈয়দ মুছা, রোটারিয়ান আলহাজ্ব কাজী ইউসুফ আলী চৌধুরী, প্রধান শিক্ষক অলি আজাদ, মো. নুরুল আলম ও মো. দিদারুল আলম প্রমুক
Discussion about this post