চট্টগ্রাম হজ্ব এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ(হাব) ২০২১-২০২৩ সালের নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর ‘২১ এ অনুষ্ঠিত হতে যাচ্ছে।ঢাকা, চট্টগ্রাম,সিলেট এ তিনটি সাংগঠনিক অঞ্চলে।
ট্রাভেল এসোসিয়েশনের সর্বোচ্চ সংগঠনে এ নির্বাচনকে ঘিরে উৎসব ও প্রচার মুখর দিন অতিবাহিত হচ্ছে।
নির্বাচনে দুটো প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে হাব সম্মিলিত ফোরাম ও হাব এক্য ফোরাম।
হাব সম্মিলিত ফোরামের প্যানেল প্রধান এম.শাহাদাত হোসাইন তসলিম গত দু’বছরের নির্বাচিত প্যানেল প্রধান।এবার টানা তৃতীয় বারের মত তিনি নির্বাচনে লড়ছেন।গত দু’বছরের সফল কার্যক্রমকে সামনে রেখে তিনি এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।তিনি দেশীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে হাব এর ভাবমূর্তি বৃদ্ধি করাসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন।
হজ্ব ও ওমরাহর নবায়ন ফি এজেন্সি প্রতি ২৮,৭৫০ টাকা সরকারের রাজস্ব খাতের প্রায় ৫.৫ কোটি টাকা মওকুফ করা।
IATA ছাড়া হজ্ব কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করা।
সউদি মোয়াল্লিমদের অতিরিক্ত টাকা নেয়ার প্রবণতা বন্ধ করা,হজ্ব যাত্রিদের পুলিশ ক্লিয়ারেন্স প্রথা বাতিল করা।হজ্ব যাত্রীদের প্রাক নিবন্ধন সার্ভার সারাবছর খোলা রাখার ব্যবস্থা করা।এভাবে নানাবিধ দাবি বাস্তবায়ন করে আগামীতে দেশের সম্মান বিদেশের মাটিতে বৃদ্ধিসহ এই খাতে জড়িত প্রায় ৯০-১ লক্ষ মানুষের কর্ম সংস্থান এর এই শিল্পকে লাভজনক ও ব্যবসাসফল বান্ধব হিসেবে গড়ে তুলতে আগামীতে নির্বাচিত হয়ে সফলতার সাথে কাজ করার অংগিকার করেন।
চট্টগ্রাম অঞ্চলের কার্য নির্বাহি পরিষদের প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম বলেন,হাব কে সততা, নিষ্টা,অভিজ্ঞতা, কর্মদক্ষতা দিয়ে বিগত সময় আমাদের প্যানেল ব্যাবসা বান্ধব যে কর্মসূচি হাতে নিয়ে তার কিছু অংশ পূরণে এজেন্সি মালিকগণ সুফল পেতে শুরু করেছেন।
আমরা নির্বাচত হয়ে হাব কে গতিশীল ও সিন্ডিকেট বানিজ্য থেকে বের করে সূদুর প্রসারি পরিকল্পনার মাধ্যমে ঢেলে সাজাবো।
চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের হাব সম্মিলিত ফোরামের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ আবুল আনোয়ার বলেন, ২০২০,২০২১, সালে হজ্ব ভিসা বন্ধ ছিল,৩,০০,০০০ মানুষ হজ্ব ভিসার জন্য অপেক্ষা করছে।সরকারের কূটনৈতিক তৎপরতা ও হাব এর প্রচেষ্টায় কোটা বৃদ্ধি করা এই খাতে প্রণোদনার জন্য সরকারের সাথে দেন দরবার করা। তিন বছর পর পর লাইসেন্স ফি নবায়ন ফ্রি করা সহ বিভিন্ন ব্যবসা সমন্বয়ক দাবি নিয়ে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।
তিনি বলেন,এই খাত কে সেবা ও ব্যবসা দুইয়ের সেতুবন্ধন করে এগিয়ে নিয়ে যাবো।
দেশের এজেন্সি খাতকে গতিশীল এবং বিদেশের মাটিতে বাংলাদেশের সুনাল অর্জন এ হাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তাই আগামীতে দক্ষ, প্রজ্ঞাপূর্ণ, স্বচ্ছ নেতৃত্ব ই এই শিল্পকে মানুষের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলবে এবং আগামীতে পথ চলায় গুরুত্ব পূর্ণ ভূমিকা বহন করবে।