৭১ বাংলাদেশ প্রতিবেদকঃঅনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ১১ ও ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এ তারিখ ঘোষণা করেন।
এর আগে ৩১ মার্চ ও ১ এপ্রিল ২৯তম সম্মেলনের তারিখ নির্ধারিত থাকলেও গত ৯ মার্চ ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদক হঠাৎ ঘোষণা দেন যে, ওই তারিখে সম্মেলন হবে না।
উক্ত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ, মহানগর উত্তর ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনের তারিখও ঘোষণা করা হয়। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সম্মেলন ২৪ এপ্রিল, মহানগর উত্তরের সম্মেলন হবে ২৬ এপ্রিল। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন হবে ২৯ এপ্রিল।
২০১৫ সালের ২৬ ও ২৭ জুলাই ছাত্রলীগের ২৮তম সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সাইফুর রহমানকে সভাপতি ও এস এম জাকির হোসাইনকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।
Discussion about this post