বিশেষ প্রতিনিধিঃপঞ্চগড় নারী ও শিশু ধর্ষণ বন্ধে এবং এসব ঘটনার বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড় -ঢাকা মহাসড়কের পাশে দাঁড়িয়ে উক্ত কর্মসূচী পালিত হয়।
ইউকেএইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংগঠন সেন্টার ফর রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট (সিআরডি) এ কর্মসূচি আয়োজন করে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নারী অংশ নেয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে সিআরডি’র জেলা সমন্বয়কারী মোছা. পারভীন বেগম, ইউনিয়ন সংগঠক মোছা. আশুরা বেগম, মোছা.রিক্তা আক্তার, মোছা. জেরিন আক্তার, মোছা. সানজিদা ফেরদৌস বক্তব্য রাখেন।
নারী ও শিশু ধর্ষকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, সম্প্রতি পঞ্চগড়ে্র মেয়ে মাদ্রাসাছাত্রী আসমাকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের একটি পরিত্যক্ত বগিতে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়া, তনু, সোনিয়াসহ সারাদেশে অসংখ্য নারী ও শিশু প্রতিনিয়ত ধর্ষণ ও হত্যার শিকার হচ্ছে।