কবিতাঃ গণতন্ত্র
লুন্ঠিত মানবতার নেই মুক্তি
গণতন্ত্র আজ মন্ত্রদ্বারা বন্দি
শিকলে দিয়েছে মুড়িয়ে মনুষ্যত্ব
ক্ষমতাবানরা আজ হয়েছে বিকৃত
বিত্তশালী থেকে আরো বিত্তশালী
হওয়ার দৌরাত্ম্য ,
মানুষ থেকে আজ হায়নায় হয়েছে পরিনতো ,
স্বাধীন মাতৃভূমি আজ হয়ছে মৃত্যু পথযাত্রী ,
যারা রক্ষা করবে দেশ-মাতাকে
তারাই আজ নেশার আসক্তে বন্দি!
অপরাধীর অপরাধ থামছে না
গণতন্ত্র নামে ক্ষমতাবানরা
মানুষকে-মানুষ বলে গণ্য করছেনা!
মারছে ওরা মরছে সাধারণ জনতা
অপরাধ দমনের নামে-বিনা বিচারে হত্যা
এ কেমন গণতন্ত্র-এ কেমন স্বাধীনতা
লেখকঃ রফিকুল ইসলাম (খোকন)
Discussion about this post