রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে যৌনকর্মী ও হোটেল ম্যনেজারসহ ১০ জনকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। শনিবার (২৫ আগস্ট) বিকালে উপজেলার বানেশ্বর বাজারে অবস্থিত হোটেল গ্রীন ইন্টারন্যাশনাল আবাসিক ও রুপশা আবাসিক হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকায় তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বানেশ্বর বাজারে অবস্থিত আবাসিক হোটেল গ্রীন ইন্টারন্যাশনাল ও আবাসিক হোটেল রুপসায় অভিযান চালায় পুঠিয়া থানা পুলিশ। এ সময় অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকা অবস্থায় দুইটি হোটেল থেকে চার জন যৌনকর্মীসহ চার জন খদ্দের ও দুই জন হোটেল কর্মচারীকে আটক করা হয়েছে।
Discussion about this post