বোয়ালখালী প্রতিনিধি: স্থানীয় প্রভাবশালীরা কালভার্টের পানি চলাচল বন্ধ করে দেওয়ায় টানা ভারী বর্ষণে বোয়ালখালী হাওলা ডিসি সড়ক ২ এর দিনার ইসলামের টেক থেকে রায়খালী ঘাট পর্যন্ত প্রায় তিন শতাধিক পরিবার পানি বন্দিতে আটকা পড়েছে। ১৫ই জুলাই সোমবার বিকাল ৫ ঘটিকায় দূর্গত এলাকা পরিদর্শন এবং বন্ধ কালভার্ট সচল করে দেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) একরামুল ছিদ্দিক। এতে আরও উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌর মেয়র আবুল কালাম আবু, কাউন্সিলর মাহমুদুল হক, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, বোয়ালখালী সংবাদ পত্রিকার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, বিজয় টিভি প্রতিনিধি এস.এম. নাঈম উদ্দীন, সিপ্লাস প্রতিনিধি মুহাম্মদ ইয়াছিন,দৈনিক প্রথম ভোর চট্টগ্রাম প্রতিনিধি শাহাদাত হোসাইন জুনাইদি ও বোয়ালখালী উপজেলা প্রশাসন। দূর্গত এলাকা পরিদর্শনকালে একরামুল ছিদ্দিক বলেন, পশ্চিম গোমদন্ডী এলাকায় ৫ হাজার মানুষ পানিবন্দি অভিযোগ পেয়ে সরেজমিনে পরিদর্শন করে দেখলাম আগে থেকে যে কালভার্ট ছিল তা বন্ধ করে রাখা হয়েছে। এগুলো আপাতত খুলে দেওয়া হয়েছে। অতিসত্বর বড় একটি কালভার্ট নির্মান করলে জনগন জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। পৌর মেয়র আবুল কালাম আবু বলেন, পশ্চিম গোমদন্ডী ৭নং ওয়ার্ডের জনগণের জন্য একটি কালভার্ট নির্মাণ অতি প্রয়োজন।
Discussion about this post