হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংগঠন নবযাত্রা ফাউন্ডেশন।
২৬ ডিসেম্বর রবিবার সকালে সংগঠনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি পশ্চিম গুজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন শাহাবুদ্দিন আরিফ।
নবযাত্রা ফাউন্ডেশনের মহাসচিব সাপ্তাহিক গণ অধিকার পত্রিকার সম্পাদক মুহাম্মদ আবুল মনসুর এর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন রাউজান সাহিত্য পরিষদের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ইমন, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী,আলিফ হাসপাতালের পরিচালক জয়নাল আবেদীন ।
কম্বল বিতরণের সময় ঊক্ত অনুষ্ঠাণে ঊপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব ইমাম হাসান, সহ-সচিব রহমান,ইউপি সদস্য রিটন দে, জগদীশ বড়ুয়া, পশ্চিম গুজারা ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন ,মোঃ ইসমাইল, জামাল উদ্দিন , সাইফুল ইসলাম রিটন,মোঃ রফিক, টনি বড়ুয়া, যুবলীগ নেতা আকবর আলী জয়,মোঃ জাকের আলম, নরুল আলম কোকন, শাওন বড়ুয়া মুন্না, রানা দে, মোঃ দেলোয়ার, ফয়সাল মাহমুদ তৃষাদ,মোঃ সালাউদ্দিন, মোঃ এসকানদর, রিমন,এমদাদ, তারেক, রায়হান প্রমূখ।
প্রধান অতিথি বলেন, সেবা মূলক প্রতিষ্টান নবযাত্রা ফাউন্ডেশন সব সময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। এ সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।