কবিতা-রব রহমান তুমি আল্লাহ যত গুনগান,প্রশংসা মহান আল্লাহ তুমি জন্ম-মৃত্যু পারেনা ধরায় কেনা-বেচা। সৃষ্টি করেছো সহস্র জীব প্রাণীকূল আত্মা তুমি যে মহান উভয় জগতের খালিক,মালিক,রাহিম-রহমান আল্লাহ। দেখিয়েছো তুমি ফকিরকে সম্মান,বাদশা মিথ্যাবাদী,অহংকারে হয়েছে ধ্বংস পৃথিবীতে শক্তিশালী রাজ্যের বাদশার। তুমি মহান উভয় জগতের দয়ালু খালিক,মালিক,রাহিম-রহমান আল্লাহ। দয়াময় আমি নিংস্ব পথের পথিক দিওনা ভুলের কঠোর কঠিন শাস্তি। সুস্থ দেহ,ভালোবাসা,সম্মন দাও রব রহমান তুমি আল্লাহ। কবি-তাজ উদ্দন ,বেগুনগ্রাম,কালাই জয়পুরহাট
Discussion about this post