এস এম মনিরুজ্জামানঃ তুখোড় ছাত্রনেতা বার বার কারা বরণ কারী দুঃসময়ের সাথী অহিদুজ্জামান বাবু ভাইস চেয়ারম্যান মনোনয়নের জন্য দলের কাছে প্রত্যাশী। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে ফকিরহাট উপজেলার আপামর জনসাধারণের প্রাণের দাবি ফকিরহাট উপজেলার যুবলীগের সুযোগ্য আহবায়ক আলহাজ্ব অহিদুজ্জামান বাবু কে ভাইস চেয়ারম্যান হিসেবে দেখার জন্য ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য দলের কাছে প্রত্যাশী।
দেশ স্বাধীনের সময় বঙ্গবন্ধুর সংগ্রাম কমিটির ফকিরহাট থানার কোষাধক্ষ্য ছিলেন, বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে ৭৫ থেকে ৮০ সাল পর্যন্ত ফকিরহাটে আওয়ামীগের দায়িত্বে ছিলেন ,,মরহুম শেখ মহিউদ্দিন । মরহুম শেখ মহিউদ্দিনের ছোট ছেলে আলহাজ্ব ওয়াহিদুজ্জামান বাবু ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৪ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল ওয়াদুদ খোকন এর ছোট ভাই,- সৎ, নির্ভিক ও নিষ্ঠাবান, তরুন সমাজের অহংকার
নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে ,১/১১ এর তুখোড় ছাত্রনেতা,বার বার কারা বরণ কারী, দুঃসময়ের সাথী বিএনপি, জামাতের হাতে নির্যাতিত নিষ্পেষিত, রাজপথের লড়াকু সৈনিক উপজেলা যুবোলীগ নেতা সহ সাবেক গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক, সরকারি সিটি কলেজ ছাত্রলীগ খুলনা, সাবেক সদস্য সরকারি বি·এল কলেজ শাখা ছাত্রলীগ খুলনা , সাবেক সদস্য বাংলাদেশ ছাত্রলীগ বাগেরহাট জেলা শাখা, সাবেক সাধারন সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ -ফকিরহাট উপজেলা শাখা, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শেখ ওয়াহিদুজ্জামান বাবু বাংলাদেশ ছাত্রলীগ সরকারি সিটি কলেজ শাখা সংসদ, ও ফকিরহাট উপজেলা যুবলীগের আহবায়ক। এছাড়াও তিনি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত আছেন এবং বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক কাজে অংশগ্রহণ করে থাকেন।ফকিরহাট যুব সমাজের মনিব এই আন্তরিক নেতা কে ফকিরহাট উপজেলার ছোট থেকে বৃদ্ধ বয়সের নারী -পুরুষ ওয়াহিদুজ্জামান বাবু কে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসাবে দেখতে চায়। ফকিরহাট উপজেলা নির্বাচনে ফকিরহাট যুবলীগের দুজন প্রার্থীর মধ্যে আপামর জনসাধারণ আলহাজ্ব অহিদুজ্জামান বাবুকে দেখতে চায়। নির্দশন স্বরুপ- বর্তমান সরকারের উন্নয়নের ধারার অনলাইন নিউজ, ফেসবুক খুললেই দেখা যাচ্ছে, ফকিরহাট বাসী কতটুকু আপন করে বাবু কে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসাবে পেতে চাইছে।ফকিরহাট উপজেলার ইতিহাসে এটা একটি বিরল নির্দশন। একান্ত সাক্ষাতকারে তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে আওয়ামী সংগঠনের সাথে থেকে দলীয় কর্মকান্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। আশা করছি দল আমার রাজনৈতিক ও সামজিক কর্মকান্ড দেখে আমাকে দলীয় সমর্থন দিবে। আর দলীয় সমর্থন পেলে আমি বিশ্বাস করি জনগনকে সাথে নিয়ে আমি নির্বাচনী বৈতরনী পার হতে পারবো”।এবং ওয়াহেদুজ্জামান বাবু আরো বলেন,দল সমর্থন দিলে ফকিরহাট উপজেলা বাসী আমাকে চায় ,ফকিরহাট উপজেলা বাসী তাদের মৌলিক অধিকার(ভোট)দিয়ে আমাকে জয়যুক্ত করবে এটা আমি ১০০ ভাগ নিশ্চিত ইনশাআল্লাহ।আমি ভোটে জয়যুক্ত হয়ে ,ফকিরহাটের অভিভাবক, বাগেরহাট জেলার-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, উনি আমার ও অভিভাবক ফকিরহাট উপজেলা কে সোনার ফকিরহাট গড়ে তুলার যে অংগিকার করেছেন, সেই সোনার ফকিরহাট গড়ে তুলার জন্য আমি মাননীয় অভিভাবকের কাজের সামিল হতে চাই।এটা আমার মনের আন্তরিক ইচ্ছা। তুখোড় ছাত্রনেতা বার বার কারা বরণ কারী দুঃসময়ের সাথী অহিদুজ্জামান বাবু ভাইস চেয়ারম্যান মনোনয়নের জন্য দলের কাছে প্রত্যাশী।