প্রান্তিক জনপদে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সহায়তা ও সামাজিক উন্নয়নে বড় ভূমিকা আছে গ্রাম পুলিশের। যারা ইউনিয়ন পরিষদে পরিচিত চৌকিদার-দফাদার হিসেবে। এলাকার প্রতিটি ঘর ও পরিবারের সদস্যদের সম্পর্কে ধারণা রাখেন এসব গ্রাম পুলিশ।পুলিশের অভিযানসহ নানা কাজে বরাবরই সম্পৃক্ত তারা। তাই তৃণমূল পর্যায়ে মাদক, সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ সদস্যদের কাজে লাগাতে আজ শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স সিভিক সেন্টারে অনুষ্ঠিত হয়েছে সহযোগিতামূলক সভা। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব নুরেআলম মিনা, বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ জনাব খন্দকার গোলাম ফারুক, বিপিএম, পিপিএম মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম রোকন উদ্দিন, এডিশনাল ডিআইজি (এডমিন এন্ড ফিন্যান্স- ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং জনাব মোহাম্মদ আবুল ফয়েজ, এডিশনাল ডিআইজি (অপারেশন্স এন্ড ক্রাইম), চট্টগ্রাম রেঞ্জগণ। সভায় পুলিশ রেগুলেশন অব বেঙ্গল (পিআরবি) এর ৩৬২ থেকে ৩৭২-বিধি অনুযায়ী গ্রাম পুলিশের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব নুরেআলম মিনা, বিপিএম,পিপিএম পুলিশ প্রবিধানের কথা গ্রাম পুলিশদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, আইন অনুযায়ী কোন আমলযোগ্য অপরাধীকে আপনারাও গ্রেফতার করতে পারেন। সেক্ষেত্রে তাৎক্ষনিক সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জের নিকট রিপোর্ট করতে হবে। গ্রামে কোনো আগন্তক ব্যক্তি, সন্দেহভাজক কেউ, অপরাধী, ঠগ কিংবা অচেনা কারোও আনাগোনা হলেই অফিসার ইন চার্জকে জানাতে হবে। এ ছাড়া কোনো অঘটনের আশঙ্কা থাকলে সেটাও জানানো গ্রামপুলিশদের দায়িত্ব। আপনারা চেয়ারম্যান বা সংশ্লিষ্ট কোনো জনপ্রতিনিধির ব্যক্তিগত কাজে ব্যবহৃত হবেন না। আপনারাও সরকার বা পুলিশের অংশ। তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আন্তরিক ভাবে সহযোগিতা করা আপনাদের দায়িত্ব। এই দায়িত্ব পালনে আপনারা সর্বদা অবিচল থাকবেন। প্রধান অতিথি বক্তব্যে, মাদক, সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে গ্রাম পুলিশ সদস্যদের তৎপর হওয়ার আহ্ববান জানান। এজন্য এলাকায় সর্তক থাকার পাশাপাশি সন্দেহজনক যে কোন বিষয়ে সংশ্লিষ্ট থানাকে তথ্য দেয়ার আহবান জানান। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতার পরিকল্পনাকারীদের তথ্য পাওয়া মাত্র সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে জানানোর নির্দেশ প্রদান করেন। বিশেষ অতিথিগণ বক্তব্যে, মাদক, সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ সদস্যদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব এ কে এম এমরান ভূঞার সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপর (ডিএসবি) জনাব মহিউদ্দিন মাহমুদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) জনাব মোঃ মশিউদ্দৌলা রেজা পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) জনাব মো: আফরুজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল)বৃন্দ, সহকারী পুলিশ সুপারবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন পদবীর পুলিশ সদস্যসহ জেলার ১৬ থানা এলাকা হতে আগত প্রায় ৭০০জন গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।