বিশেষ প্রতিবেদকঃচট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনের কাউন্সিলর পদ থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের ৩ বিদ্রোহী প্রার্থী।
তাহারা হলেনঃ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের মো. আব্দুল মান্নান, ৩৬ নম্বর গোসালডাঙ্গা ওয়ার্ডের মো. সাইফুল আলম চৌধুরী ও ৩৭ নম্বর উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ডের এনামুল হক মুনিরী।
সূত্র জানায় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর অনুরোধে এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুরোধে এনামুল হক মুনিরী নির্বাচন থেকে সরে দাঁড়ান। এছাড়া দলীয় নেতাদের অনুরোধে মো. সাইফুল আলম চৌধুরী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন বলে জানা গেছে।
তবে কাউন্সিলর পদ থেকে সরে দাঁড়ালেও তাদের প্রতীক বরাদ্দ হয়ে গেছে। নির্বাচন কমিশন আইন অনুযায়ী এখন ব্যালট পেপারে তাদের নাম ও প্রতীক থাকবে। প্রত্যাহার করা এনামুল হক মুনিরী জানান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ফোন করেন এবং দলের স্বার্থে প্রার্থিতা প্রত্যাহার করার জন্য অনুরোধ করেন। দলের বৃহত্তর স্বার্থে শেষ পর্যন্ত তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
একই কথা বলেছেন অন্য তিন প্রার্থীও। এরইমধ্যে এনামুল হক মুনিরী এবং আব্দুল মান্নান দুইজনে নবাগত। সাইফুল আলম পূর্বে কমিশনারের দায়িত্ব পালন করেছিলেন।