বিশেষ প্রতিনিধিঃ আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক হচ্ছেন দলটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। এটি এখন অনেকটাই নিশ্চিত। দলের ঘনিষ্ঠ সূত্র ইতোমধ্যে বিষয়টি নিশ্চিত করেছে।
আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে জাতীয় সম্মেলন আর এক সপ্তাহ বাকি। সম্মেলন ঘিরে তিনটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দলের ভেতর-বাইরে। সেগুলো হচ্ছে সাধারণ সম্পাদক পদে কি পরিবর্তন আসছে, নাকি ওবায়দুল কাদেরই থাকছেন? বঙ্গবন্ধু পরিবার থেকে কেউ কি কেন্দ্রীয় কমিটিতে স্থান পাচ্ছেন? ‘শুদ্ধি অভিযানের’ কারণে কারা বাদ পড়ছেন?
এসব জল্পনা-কল্পনার ভিড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে দলটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর একটি ফেসবুক পোস্ট। বৃহস্পতিবার রাত ৯ টা ৪৫ মিনিটে “সুসংবাদ এর অপেক্ষায়…” লিখে একটি ছোট্ট পোস্ট দিয়েছেন খালিদ। এ নিয়েই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তাঁকে ঘিরে নতুন আলোচনা।
যদিও এই বিষয়ে দলের সিনিয়র নেতাদের কোন বক্তব্য জানা যায় নি। তবে তারা দলীয় সভানেত্রীর সিদ্ধান্ত চূড়ান্ত বলে জানায়।
খালিদ মাহমুদ চৌধুরী বর্তমানে দলের সাংগঠনিক সম্পাদক ও নৌ ও পরিবহন মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। দলের তৃণমূলেও রয়েছে তার জনপ্রিয়।
আগামী ২০ ও ২১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিভিন্ন সাংগঠনিক জেলায় সম্মেলন চলছে, চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। ত্রিবার্ষিক এ সম্মেলনে সারা দেশ থেকে কাউন্সিলর, ডেলিগেটসহ প্রায় ৫০ হাজার নেতা-কর্মী অংশ নিতে পারেন।
Discussion about this post