বিশেষ প্রতিনিধিঃমহানগর ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সোমবার (৫ আগস্ট) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ বলেন, দিদারুল আলম মাসুমকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত শুনানি শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে রোববার (৪ আগস্ট) রাতে ঢাকার বনানী থেকে দিদারুল আলম মাসুমকে গ্রেফতার করে পিবিআই।
দিদারুল আলম মাসুম লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলায় ‘নির্দেশদাতা’ হিসেবে আসামিদের জবানবন্দিতে নাম আসে মাসুমের।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দিদারুল আলম মাসুমের ব্যক্তিগত দু’টি অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়। শনিবার (৩ আগস্ট) দুপুরে খুলশী থানায় গিয়ে ব্যক্তিগত অস্ত্রগুলো জমা দেন তিনি।