নওগাঁ জেলা প্রতিনিধি:নওগাঁর আত্রাই ও রাণীনগর উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ আসন। দুই উপজেলার ১৬ টি ইউনিয়নে মোট ভোটার প্রায় ৩ লাখ ১৬ হাজার ৮ শ ৮৬ জন। গত ২৭ জুলাই এমপি ইসরাফিল আলম মারা যাওয়ায় আসনটি শুন্য হয়।
উপ-নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের প্রায় ২ডর্জন প্রার্থীর নাম শুনা যাচ্ছে। অপর দিকে কেন্দ্রের নির্দেশনার অপেক্ষায় রয়েছেনে বিএনপি। তবে কে হচ্ছেন নৌকার মাঝি তা নিয়ে জল্পনা-কল্পনায় রয়েছেন আওয়ামী লীগ ও ভোটারেরা।
ইতি মধ্যেই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা মাঠে দৌড়ঝাঁপ শুরু করেছেন। এলাকার মানুষের মাঝে আলোচনার বিষয় নির্বাচন ও প্রার্থী। এ আসনটিতে বড় দু’টি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। বিএনপির ঘাঁটি বলে পরিচিত এ আসন ২০০৮ সালে ভোট যুদ্ধে দখলে নেয় আওয়ামী লীগ।
আওয়ামী লীগ সরকার আমলের উন্নয়ন দাবি করে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় তারা। এক সময়ের আলোচিত বাংলা ভাইয়ের দুর্গ রক্তাত্ত জনপদ বলে পরিচিত এই দুই উপজেলা। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা ইতিমধ্যে বিভিন্ন অনুষ্ঠানের পোস্টার ব্যানার লাগিয়ে ও কর্মীসভার মাধ্যমে নেতা-কর্মীদের সাথে কুশল বিনিময় ছাড়াও নির্বাচনী মাঠ দখলের চেষ্টা করছেন তারা।