আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ খালি মাঠে গোল দেবে না বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। তিনি বলেন, ‘আমরা খালি মাঠে গোল দিতে চাই না। খেলার নিয়ম ও আইনকানুন মেনেই খেলায় অংশ নেব।’
শুক্রবার দুপুরে চাঁদপুরে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. দীপু মনি এসবব কথা বলেন।
বিএনপি’র প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘রাজনীতির নামে অপরাজনীতি, মানুষ হত্যা, ষড়যন্ত্র, জ্বালাও-পোড়াও, নাশকতা, দেশ ধ্বংস করা—এগুলো দিয়ে আর যাই হোক মানুষের কল্যাণ হয় না। রাজনীতি করতে চাইলে মানুষের কল্যাণে আসুন। নিয়ম মেনে ফাইনাল খেলতে মাঠে নামুন।’
এর আগে তিনি চাঁদপুর শহরের পালবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে সরকারের দেয়া অনুদান সরবরাহ করেন। জেলা প্রশাসকের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ওই অনুদান দেয়। এতে ক্ষতিগ্রস্ত ২৯ ব্যবসায়ীর মধ্যে ২৭ জনকে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ ছয় হাজার টাকা এবং বাকি দুজনকে এক বান্ডিল করে ঢেউটিন ও নগদ তিন হাজার টাকা দেয়া হয়। পরে বাংলাদেশ হরিজন সমাজকল্যাণ সংগঠনের নবনির্বাচিত কমিটির আলোচনা সভায় অংশ নেন ডা. দীপু মনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাচিত সভাপতি প্রদীপ দাস প্রমুখ।
Discussion about this post