৭১ বাংলাদেশ প্রতিনিধিঃজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রবিবার সকাল ১১টা থেকে চট্টগ্রাম বোয়ালখালী ৪৮নং আকুবদন্ডী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর জীবনাদর্শ নিয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ভিডিও চিত্র প্রদর্শনের আয়োজন করা হয় । এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম দপ্তর সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন পোপাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ৬নং পোপাদিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এস.এম. জসিম, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শওকত হোসেন ফারুকী খোকন,পোপাদিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি লিটন, বোয়ালখালী প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক সৈয়দ নজরুল, আহিল, এমরান, ইমরান আরোহী, রণবীর, এছাড়া পোপাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের কর্মকতাবৃন্দ এবং ৪৮নং আকুবদন্ডী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ। এতে প্রধান অতিথি বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু এমন একজন নেতা। যার আদর্শে সকল স্তরের জনতার প্রতি ভালোবাসা ছিল। তিনি শিশুদের অতি আপন করে নিতেন। আর চিৎকার করে গেয়ে উঠতে চাই, “যতদিন রবে পদ্মা, মেঘনা, যমুনা , ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান”। তিনি শিশুদের উদ্দেশ্য বলেন, “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ” প্রত্যেক শিক্ষার্থী যেন তাদের লেখাপড়া চালিয়ে যায় এর প্রতি নজর রাখার জন্য শিক্ষক-শিক্ষিকাকে অনুরোধ রইল। এই শিশুগুলো আমাদের সম্পদ। আর সম্পদের সঠিক ব্যবহার না হয় তাহলে তা নষ্ট হয়ে যায়। শেষে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।
Discussion about this post