জনতার কলামঃআখেরি জামানায় বসবাস করছি সবাই আমি পেশায় একজন সংবাদকর্মী নাম সাংবাদিক মোঃ সফি,কম বেশি সকলেই আমাকে চেনে এবং জানে ।
মূল কথা বলি যদি ও পেশায় আমি একজন সংবাদকর্মী সব সময় হালাল এবং হারাম এই দুইটি বাচ বিচার করে চলি ,হারামের টাকা কোন দিন খাইনি মৃত্যু পর্যন্ত খাবো না অনেক কষ্টে দিন যাপন করি কাহারো নিকট হাত পাতার অব্যাশ বা আগ্রহ আমার নেই এবং পূর্বে ও ছিলো না ।
দির্ঘ্য দুই বছর যাবত ভাবছি একটি নামাজের চৌকি বানাবো খরছ পড়বে ২০০০/০০(দুই হাজার)টাকা,আমার ৩ সন্তান । এক মেয়ে ২ ছেলে । মেয়ে বিয়ে দিয়েছি মালিকের মেহেরবানিতে শোশুর বাড়ীতে ভালোই আছে সাংবাদিকতার পাশা পাশি নিজের ক্ষুদ্র একটি ব্যাবসা আছে সংসার মোটামুটি ভালোই চলে কাহারো নিকট হাত পাতা লাগে না ।
মূল কথা বলছি নামাজের চৌকির জন্য দুই হাজার টাকার প্রয়োজন বড় ছেলেটা কে বলে ছিলাম আমার পকেটে পাঁচ শত টাকা আছে ১ টি নামাজের চৌকি বানাবো বাকি টাকা টা তুমি দিও বড় ছেলে পরিস্কার ভাষায় দিবেনা বলে দিলো ছোট ছেলের নিকট চাইলাম ছোট ছেলে উত্তর দিলো টাকা কোথায় পাবো ?
আমার ছেলেদের নিকট টাকা আছে সেই জন্য (নামাজের চৌকির) টাকা চেয়েছিলাম । আমার গৃহিণী ও ছেলেদের কথার সাথে সুর মিলিয়ে দিয়েছে আমার ছেলেদের কে টাকা দিতে নিষেদ করেছিলো আমার গৃহিণী।
ভেবেছিলাম ছেলেদের টাকা দিয়ে যদি চৌকিটা বানিয়ে নি তাহলে নামাজ আদায় করলে আল্লাহ এর পক্ষ থেকে ছেলেরা ও নেকির ভাগিদার হবে আল্লাহ যদি নেকি দান করেন তাতে আমার ক্ষতি কি ? আমার সন্তানদের পোড়া কপাল তারা নেকি কামানোর সুযোগ হাত ছাড়া করেছে ।নেকি প্রদান করার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে।
আমি তো চেষ্টা করেছিলাম আল্লাহ্ এর পক্ষ থেকে তারা অটোমেটিক নেকির ভাগিদার হোক।যাক ধৈর্য ধারণ করে মাসিক আয় থেকে অবশেষে দুই হাজার টাকা দিয়ে চৌকি টি বানিয়ে নিলাম জানি না পৃথিবীতে কয় দিন বেঁচে থাকবো একটি চিন্তা সব সময় লেগে থাকে আমি মৃত্যু বরণ করলে দাফন কাফনের জন্য কাহারো নিকট যেন হাত পাততে না হয় তাই মৃত্যুর পূর্বে কাপনের কাপড় ও দাফনের খরছ যেনো রেখে যেতে পারি ।
আমার অনেক কোটিপতি বন্দু আছে বলার সাথে সাথে টাকা দিয়ে দিবে কিন্তু হাত পাতা এটি তো ভালো নয়,বিশেষ করে আমার গৃহিণী বড় অপরাধী সে ছেলেদের কে একটি বার ও বলেনি তোর বাবাকে টাকাটা দিয়েদে তোদের বাবা তো জীবনে তোদের কাছে একটি টাকা ও চায়নি,তোদের কাছে কোন দিন হাত পাতেনি ।
আমার গৃহিণীর কারনে নষ্ট হচ্ছে দুই সন্তান এতো কিছুর পর ও নামাজ পড়ে তাদের জন্য অন্তর থেকে দোয়া করি ভালো থাকুক সবাই,
জানিনা আমার মৃত্যু কখন এসে পড়ে ।

মোঃ সফির ফেইসবুক ওয়াল