মোঃ ফয়সাল এলাহীঃ প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, আগামী মাস থেকে শিল্পকারখানায় নতুন গ্যাস সংযোগ দেয়ার প্রক্রিয়া শুরু হবে এবং পর্যায়ক্রমে আবাসিক সংযোগও দেয়া হবে। বর্তমানে গ্যাস ও বিদ্যুৎ হচ্ছে দেশের প্রধান চালিকাশক্তি। গ্যাস বিদ্যুৎ ছাড়া কলকারখানায় যেমন উৎপাদন সম্ভব নয় তেমনি আবাসিকেও এসব ছাড়া জীবনযাত্রা থেমে যায়। এখন গ্যাস বিদ্যুৎ ছাড়া আবাসিকও অচল হয়ে যায়। তাই সরকার এসব বিষয়কে অগ্রাধিকার দিয়ে গ্যাস বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ করার পরিকল্পনা হাতে নিয়েছে। সোমবার দুপুরে রাজধানীর ঢাকার অদূরে ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের শৈলাবিল এলাকায় একটি স্টিল ইঞ্জিনিয়ারিং কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তৌফিক-ই-ইলাহী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ দেশের জনগণের ভাগ্যোন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিদ্যুৎ খাতে দেশ এখন স্বয়ংসম্পূর্ণ হয়েছে। ১৩ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার ধামরাই উপজেলাসহ ১৫টি উপজেলার শতভাগ বিদ্যুতায়ন প্রকল্প উদ্বোধন করেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. তৌফিক-ই-ইলাহী বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে কাতার থেকে আমদানিকৃত তরল গ্যাস (এলএনজি) বহনকারী জাহাজ বাংলাদেশে এসে পৌঁছাবে। এতে করে প্রতিদিন ৫ কোটি ঘনফুট এলএনজি মূল গ্রিডে যুক্ত হবে। তিনি বলেন, এলএনজি বহনকারী জাহাজ এসে পৌঁছানোর পরই আগামী মাস থেকে শিল্পকারখানার আবেদনকৃত নতুন সংযোগ দেয়ার প্রক্রিয়া শুরু করা হবে। পাশাপাশি পর্যায়ক্রমে আবাসিক সংযোগ দেয়ার প্রক্রিয়াও শুরু করা হবে বলে জানান তিনি ও নতুন গ্যাস সংযোগ আগামী মাস থেকে দেয়া হবে । ছবি ৭১ বাংলাদেশ মোঃ ফয়সাল এলাহী ।