” জাম্বুরী উদ্যান” টি,আই টুটুল
কবিতাঃ “অন্তরা”
আগ্রাবাদে নব অভিষেকে ৯ সেপ্টে-১৮
জাম্বুরী উদ্যান
হরষে মেতেছে চট্টলাবাসী
গাহে বিজয়ের গান।
আগে ছিল যেথা ক্রিকেটের মাঠ
মেতেছিনু ফুটবলে
টুর্নামেন্টে তরুন দলের
হৈ চৈ কোলাহলে।
হারিয়েছে স্মৃতি,জাম্বুরী প্রীতি
কালের বিবর্তনে
মাঠ রক্ষায় বিদ্রোহী সবে
ক্ষোভ জাগে জন মনে।
আন্দোলনে সরব হলো
ক্ষুব্ধ এলাকাবাসী
কতৃপক্ষ আমলে না নিয়ে
হয় যে চির উদাসী।
অবশেষে হলো জাম্বুরী মাঠে
শাক সব্জির চাষ
কতৃপক্ষ ফুলে ফেঁপে ওঠে
সূখে থাকে বারো মাস।
শেষ পরিনতি কোটি টাকা ব্যয়ে
জাম্বুরী উদ্যান
খেলাধুলা হোক মোবাইল ফোনে
ডিজিটাল আহবান।
উদ্যানে হবে শুধু হাঁটাহাটি
শীতল বাতাস খাওয়া
অন্তিমকালে বুড়া বুড়িদের
এ যেন পরম পাওয়া।
আলোক সজ্জা,পানির ফোয়ারা
লেকের ঐ জল রাশি
আনন্দ ধারা বয়ে যাক প্রানে
অনন্ত প্রত্যাশী।