৭১ বাংলাদেশ প্রতিনিধিঃসব কিছু তে নজর পড়লেও আগ্রাবাদ বাদামতলী মোড়ে ডাস্টবিনের দিকে নজর পড়ছে না সিটি করর্পোরেশনের বাংলাদেশের দ্বিতীয় রাজধানী বলা হয় চট্টগ্রাম কে কিন্তু সেই রাজধানীর মূলকেন্দ্র আগ্রাবাদ মোড়েই রয়েছে বিশাল এক ডাস্টবিন যেখানে প্রতিনিয়ত হাজার মানুষের চলাচল, নাম করা সব ব্যবসায়ীক প্রতিষ্ঠান চট্টগ্রামের আগ্রাবাদ মোড়ে,ডাস্টবিনের ময়লা আবর্জনার গন্ধে সর্ব সাধারণের চলাচলে ব্যাগাত ঘটছে, কিন্তু উপর মহলের আদেশ থাকা স্বত্বেও কোনো পরিহার নেই,স্কুল, কলেজ, ব্যবসায়ী, চাকুরিজীবি, সাধারন জনগন সহ প্রতিদিন কয়েক হাজার মানুষের সমাঘম স্থলে, গড়ে তোলা হয়েছে ডাস্টবিন,আগ্রাবাদস্থ কয়েকটি নামকরা রেস্টুরেন্ট গুলোর সকল প্রকার ময়লা আবর্জনা থেকে শুরু করে পচাঁ বাসি খাবার ফেলা হচ্ছে সেই ডাস্টবিনে,সিটি করর্পোরেশন কর্তৃক আদেশ থাকলেও প্রতিদিন ময়লা নিয়ে যাচ্ছে না সিটি করর্পোরেশনের গাড়ি,যার ফলে কয়েকদিনের জমা হওয়া ময়লা আবর্জনা পচাঁ গন্ধে জনসাধারণের চলাচল অসম্ভব হয়ে পড়েছে,তাই অতিশীগ্রই প্রতিকার প্রতিহার চায় আগ্রাবাদস্থ সকল জনসাধারণ ও এলাকাবাসি ।