৭১ বাংলাদেশ প্রতিনিধিঃআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছে।
সূত্র জানিয়েছে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের গেইটে ছাত্রলীগ নেতা কাজী নাঈম ও আনোয়ার পলাশের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- মানবিক ১ম বর্ষের ছাত্র মো. হারিস, হিসাববিজ্ঞান ২য় বর্ষের ছাত্র শাখাওয়াত হোসেন রাব্বী, ৩য় বর্ষের ছাত্র এনাম হোসেন ও ডিগ্রী ২য় বর্ষের ছাত্র মো. নাজিম।
ছাত্রলীগ নেতা কাজী নাঈম দাবি করেন, আনোয়ার পলাশ বহিরাগতদের নিয়ে কলেজে প্রবেশ করে এক শিক্ষার্থীকে মারধর করেছে। পরে এ নিয়ে তাদের সঙ্গে আনোয়ার পলাশ ও তার অনুসারীদের মধ্যে ঝামেলা হয়। তার অনুসারী তিন-চার জন আহত হয়েছে।
আনোয়ার পলাশ দাবি করেন, কলেজে জুনিয়রদের মধ্যে ঝামেলা হয়। এটা সমাধান করা হয়েছিল। পরে কাজী নাঈম তার অনুসারীদের নিয়ে আমাদের উপর হামলা করে।জানা গেছে হারিস নামে এক ছাত্রলীগ কর্মীর মাথায় পাঁচটি সেলাই করতে হয়েছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, মহসিন কলেজের গেইটে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন হালকা আহত হয়। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।,.
Discussion about this post