জনতার কলামঃনীরবে কাদঁছেন পুরুষ কিন্ত কেন?আধুনিক যুগে পরিবারের কর্তা কে?পূর্বে যে কোন পরিবারের অবিভাবক ছিলেন পুরুষ বর্তমানকালে কিছু কিছু পরিবারের অবিভাবক হয়ে দাড়িয়েছেন মহিলা এক শ্রেণীর অভিজ্ঞতা সম্পন্ন মহল মনে করেন যে সব মহিলা পরিবারের অবিভাবক সেজে দায়িত্ব নিভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঐ গুটি কয়েক মহিলাই তাহাদের নিজেদের পরিবারে জন্য হাতে ধরে বিপদ ডেকে আনছেন নয় কি? অভিজ্ঞ মহল আরো মনে করেন এটাই কি আধুনিক যুগের ছোয়া? এটাই কি আধুনিকতা? ঐ সব পরিবারের পুরুষ কর্তা না পারে সইতে? না পারে কৈতে?