আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি সূবর্না নদীর নৃশংস হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার এবং বিচারের দাবীতে সোমবার সকাল ১১টায় পটুয়াখালী প্রেসক্লাব চত্বরে পটুয়াখালী প্রেসক্লাব ও টেলিভিশন জার্নালিস্ট ফোরাম পটুয়াখালী এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজল বরন দাস ও সাধারন সম্পাদক মোঃ জাকারিয়া রিদয় এবংপটুয়াখালী টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি কাজী ইকবাল এবং সাধারন সম্পাদক মুজাহিদুল প্রিন্স। এছাড়া উপস্থিত ছিলেন আনন্দ টিভির পটুয়াখালী প্রতিনিধি মোজাহিদুল ইসলাম নান্নু, দৈনিক সাথীর স্টাফ রিপোর্টার মির্জা আহসান হাবিব,দৈনিক নতুন দিগন্তের পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ নয়ন মৃধা, যুগান্তর দক্ষিনের বিলাস দাস এছাড়াও আর ও অনেকে।এসময় সাংবাদিকরা বলেন সারা দেশে সাংবাদিক হত্যা একটা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। কোন সাংবাদিক হত্যার বিচার হচ্ছে না। এ কারণেই সাংবাদিক হত্যা বেড়ে গেছে।সারা দেশের সাংবাদিক নির্যাতন বন্ধ,দোষীদের অবিলম্বে গ্রেফতার ও সুর্বণা নদীসহ সকল সাংবাদিকদের হত্যার বিচারের দাবি জানান বক্তারা।