সিলেট জেলার বালাগঞ্জে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ-২০২২ উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনে এমপি হাবিবুর রহমান হাবিব।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেটের জেলা কমান্ড্যান্ট মোঃ ফয়সাল হোসেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তকুর রহমান মফুর, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মলচন্দ্র বণিক, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী, পল্লী সঞ্চয় ব্যাংক বালাগঞ্জ শাখার ব্যবস্থাপক মুহিবুর রহমান, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক বালাগঞ্জ শাখার ব্যাবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা মোহম্মদ হারুন রশীদ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মাহমুদুল হক কোরেশী। সমাবেশে বালাগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তাগণ আনসার ও ভিডিপি বাহিনীর দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণ, আর্ত সামাজিক উন্নয়ন, সংগঠন জোরদার করণ, নিজ নিজ কর্ম দক্ষতা অনুযায়ী কর্মসংস্থান বৃদ্ধির বিষয়ে বক্তব্য প্রদান করেন।
বিশাল বাহিনীর কার্যক্রম, অভিজ্ঞতা ও অর্জিত জ্ঞান, মেধা বিকাশ কাজে লাগিয়ে দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতাকে আরও গতিশীল, স্বচ্ছ এবং সক্রিয় রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সক্ষম হবে ইনশাআল্লাহ।
এভাবে একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গঠনে এ বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Discussion about this post