চট্টগ্রাম আনোয়ারা উপজেলায় বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও পলাতক ওয়ারেন্ট ভুক্ত আবুল হোসেন সহ তিন আসামীকে শনিবার রাতে আনোয়ারা থানার এএসআই আবদুল মতিন ও এএসআই ওরম ফারুক সরকার সঙ্গী ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন-দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি, জুঁইদন্ডী ৬ নম্বর ওয়ার্ডের মৃত ছালেহ আহমদের ছেলে মো. আবুল হোসেন (৩২),দুই মাসের সাজাপ্রাপ্ত আসামি খুরুস্কুল গ্রামের বাবু মিয়ার ছেলে মো. সেলিম (২৮) ও কর্ণফুলী থানার আসামি জুঁইদন্ডী গ্রামের ছিদ্দিক আহমদের ছেলে আবু তৈয়ব (৩০)।
রবিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, পুলিশের বিশেষ অভিযানে পলাতক আসামি সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।