জনতার কলামঃশাহাদাত হোসাইনঃপ্রশ্ন: আপনি যদি ১ কোটি টাকা বিকাশে ঢুকিয়ে (ক্যাশ ইন করে) সেই টাকাটাই আবার নিজেই (ক্যাশ আউট) করেন তাতে করে খরচ বাবদ কত টাকা কাটা হবে?
উত্তর: ১ লাখ ৮৫ হাজার টাকা মাত্র!
শুধু টাকাটা মোবাইলে ঢুকবে আর বের হবে এরই মধ্যে আপনার ১ লাখ ৮৫ হাজার টাকা গায়েব হয়ে যাবে! (হাজারে ১৮.৫ টাকা করে)
ধরুন, আবার এই ১কোটি টাকা ১,০০০ করে ১০ হাজার মানুষকে পাঠালেন। প্রতিবার সেন্ড মানিতে ৫ টাকা করে আরো ৫০,০০০০ টাকা গায়েব!! (মোট ২ লাখ ৩৫ হাজার আউট!!!)
এবার আসি মূল প্রসঙ্গে,
আমাদের সরকার যে ৫০ লক্ষ গরীব মানুষকে ২,৫০০ করে টাকা বিকাশে দেবে সেই টাকাটা শুধু ক্যাশ আউট করতেই মোট প্রায় ২৩ কোটি সাড়ে বারো লাখ টাকা গায়েব অর্থাৎ খরচ হয়ে যাবে!!
ভাবতে পারেন? (এই ২৩ কোটি টাকা ২,৫০০ করে দিলে আরো ৯২,০০০ গরীব মানুষকে দেয়া যেতো।)
১ হাজার টাকা যদি মোট ২০০ জন মানুষ শুধু সেন্ড মানি করে তাহলে এইটা হাওয়া হয়ে যায়!!
তো, কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয় কি এই ডিজিটাল ডাকাতির কথা জানে না না বোঝে না? নাকি জেনে বুঝেই …. সোনার বাংলা?