মোঃ তাজুল ইসলাম মিয়াজী,ইন্টারন্যাশনাল ডেস্কঃদক্ষিণ আফ্রিকার শহর জোহান্সবার্গ এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন কুমিল্লার নাঙ্গলকোটের ব্যবসায়ী দিদারুল ইসলাম পিটন (২৬)।
শনিবার (৩ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর পৌনে তিনটায় ও দক্ষিণ আফ্রিকা সময় সকাল ১০:৪৫ মিঃ ঘটনাটি ঘটে। তিনি নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের দক্ষিণ বায়েরা গ্রামের মুন্সী ফজলুল হকের ছেলে। দিদারুল ইসলাম দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ এলাকায় গত চার বছর ধরে তার ভাগিনাকে নিয়ে ব্যবসা করে আসছিলেন। শনিবারে একদল অস্ত্রধারী সন্ত্রাসী তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। সন্ত্রাসীরা উক্ত প্রতিষ্ঠানের ব্যবসায়ী দিদারুল ইসলামের নগদ টাকা এবং মালামাল লুট করতে থাকে।
দিদারুল ইসলাম সন্ত্রাসীদের ভয়ে আগামী ডিসেম্বর মাসে ব্যবসা গুটিয়ে পুঁজি নিয়ে দেশে ফেরত আসার কথা ছিল। দেশে এসে বিয়ে করা সহ ঢাকায় তার অন্য ভাইদের সাথে ব্যবসা করার কথা ছিল।
কিন্তু এর মধ্যেই সন্ত্রাসীদের হাতে তার নির্মম মৃত্যু হয়। প্রবাসী বাংলাদেশিরা তার লাশ দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করছেন।
Discussion about this post